জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে বুধবার (১১ জুলাই) রাজধানীর মিরপুর এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তফা মঙ্গলবার একথা জানান।
তিনি বলেন, বুধবার মিরপুর-১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও তৎসংলগ্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, মেট্রোরেল লাইন-৬-এর রুট এলাইনমেন্ট হলো উত্তরা তৃতীয় পর্ব-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট-হোটেল সোনারগাঁ-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-প্রেসক্লাব-বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।
এই মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। স্টেশন থাকবে ১৬টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, দক্ষিণ পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগা, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল।
জনতার আলো/মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.