জনতার আলো, স্টাফ রিপোর্টার: নদী হাজারো উপায়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলছে। কিন্তু সেই নদীকেই যদি ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয় তবে তা নিজেদের অস্তিত্বর জন্যই হুমকি। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অর্থনীতিকে টেকসই ও পরিবেশবান্ধব করার জন্য নদীকে রক্ষা করার কোন বিকল্প নেই। আজকে সবাই অনুভব করছে মানব সভ্যতা ও অর্থনীতিকে টেকসই এবং পরিবেশবান্ধব করে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই নদীর প্রতিবেশ ব্যবস্থা ও বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। রাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দ জনগনের প্রতিনিধি। জনপ্রতিনিধিদের কাছে দেশের উন্নয়নে জনগনের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, দেশের নদ-নদী রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এমতাবস্থায় আগামী ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার, সকাল ১০:৩০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে । নদী রক্ষা জোট এর উদ্যোগে “সকল দলের নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার অঙ্গীকার চাই” – দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীতে বিভিন্ন পেশাজীবি, পরিবেশবাদীসহ বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
জনতার আলো/বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.