জনতার আলো, আবু সাঈদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, উন্নয়নের বিষয়ে সিংড়া বাসির কোন অভিযোগ নাই, শুধু মাত্র সু শাসনে ঘাটতি আছে। আচার আচরনে কর্মী, ভোটারদের মাঝে কোন ক্ষোভ থাকলে এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, সিংড়ার বিগত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে, ৩৭ বছরে ও তা হয়নি। নবীন, প্রবীনরা আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ, তারা দেশপ্রেমে উদ্বৃদ্ধ।
তিনি আরো বলেন, সিংড়ার নেতৃত্ব কোন গোষ্ঠির কাছে কুক্ষিগত নয়, আগামীতে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জনগনের বৃহত্তর স্বার্থে নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে।
সিংড়ার জনগন আমার শক্তি, আমার সাহস, তারা পাশে থাকলে সকল বাধা অতিক্রম করে বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ। তিনি বৃহস্পতিবার দুপুরে সিংড়া হাজি কমপ্লেক্স এ আওয়ামী ভোটিং টিমের পরিচালনা পরিষদের অফিস উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।
ভোটিং টিমের আহবায়ক শাহরিয়ার পায়েলের সভাপতিত্বে ও মতিয়ার মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এমরান আলী রানা, আওয়ামী লীগ নেতা শরফরাজ নেয়াজ বাবু প্রমুখ।
জনতার আলো/বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.