জনতার আলো, স্টাফ রিপোর্টার: ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হবে ৮৫ বছর বয়সী মুহিতের ১২তম বাজেট। এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের টানা দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট।
বর্তমান সরকারের এই শেষ বাজেট ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার আশপাশ থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী। আর অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট এটি।
অর্থমন্ত্রী জানান, আসছে বাজেটে এনার্জি খাতে বেশি গুরুত্ব দেয়া হবে। জনগণের ওপর কোনো বাড়তি করারোপ করা হবে না।
জানা গেছে, বাজেটে রাজস্ব আয় ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা হতে পারে। আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ লাখ ২৫ হাজার ২৯০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সব তথ্যা ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করা যাবে এবং দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত কল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদে বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।
মন্ত্রণালয় থেকে জানানো হয় ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক www.bangladesh.gov.bd, www.nrb-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.portal.gov.bd, www.pmo.gov.bd এবং বেসরকারি ওয়েবসাইট লিংক www.bdnews24.com ঠিকানায় বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
জনতার আলো/বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.