জনতার আলো, অর্থ ও বাণিজ্য ডেস্ক : রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আজ (২৯ মে) থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী জামদানি প্রদর্শনী ও মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) এবং জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ যৌথভাবে এ মেলার আয়োজন করছে। জামদানি শিল্পের বাজার সম্প্রসারণসহ উদ্যোক্তা তৈরির জন্য ২০১৪ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে বিসিক।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ (মঙ্গলবার) দুপুরে এ মেলা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
সূত্র জানায়, এবারের প্রদর্শনীতে মোট ৩৫টি স্টল থাকবে। প্রতিটি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত বাহারি নামের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন তাঁতি তাদের তৈরি জামদানি পণ্য মেলাতে প্রদর্শন করবেন।
উন্নত বুনন কৌশল, নিপুণ কারুকার্য, বাহারি নকশার ফলে জামদানির চাহিদা দিন দিন বাড়ছে। ২০১৩ সালের নভেম্বরে জাতিসংঘের ইউনেস্কো জামদানিকে ‘ইনটেনজিবল হেরিটেজ অব বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করে।
জনতার আলো/মঙ্গলবার, ২৯ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.