Bangladesh's Mustafizur Rahman(C)celebrates with teammates after the dismissal of New Zealand's Henry Nicholls during the World T20 cricket tournament match between Bangladesh and New Zealand at The Eden Gardens Cricket Stadium in Kolkata on March 26, 2016. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)
জনতার আলো, স্পোর্টস রিপোর্টার: ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৩ জন আছেন স্ট্যান্ডবাই হিসেবে।
২৯ মে ভারতের দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ৩০ ও ৩১ মে অনুশীলন করবে সাকিব-মাহমুদউল্লাহরা। ১ জুন খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২ জুন অনুশীলনের পর ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এরপর ৫ ও ৭ জুন বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ জুন দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহী।
স্ট্যান্ডবাই : নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু ও নাঈম হাসান।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। আর আফগানিস্তান অষ্টম স্থানে। এই সিরিজে ভালো করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানিস্তানও বেশ শক্তিশালী। তাদের দলে রশিদ খানের মতো বিশ্বসেরা বোলার রয়েছে। রয়েছেন আরেক উদীয়মান বোলার মুজিব-উর-রহমান। আছেন মোহাম্মদ নবীর মতো ক্রিকেটের ফেরিওয়ালা অলরাউন্ডার। তবে তাদের বিপক্ষে ভালো করার সব অস্ত্রই রয়েছে বাংলাদেশের। এবার সেগুলো মাঠে প্রয়োগ করে ভালো করার পালা।
জনতার আলো/রবিবার, ২০ মে ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.