জনতার আলো, আশিক ওয়াসী বিশেষ বিনোদন প্রতিনিধি: আবারও নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। মডেল ও অভিনেত্রী শাকিলা পারভিন ‘এভাবে তুমি’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও শিগগিরই রিলিজ হবে।
টি.স নূরের ব্যানারে। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে টি.এস নূর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন তানজিব সুরব। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পিরান খান কণ্ঠ দিয়েছেন আর.বি মুনাদ।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পি খান। এতে অভিনয় করেছেন আলিনূর জয় এবং শাকিলা পারভিন। গানটি তে অভিনয় প্রসঙ্গে জয় বলেন – অনেক ভালো একটা কাজ হয়েছে। সভ কিছু মিলিয়ে কাজটা নিয়ে আমি অনেক আশাবাদী।
পরিচালক বলেন – আসলে ঝড় বৃষ্টির মধ্যে শুটিং করেছি। চেস্টা করেছি। যত টুকু ভালো করা যায়। বাকিটা দর্শক বলবে। তবে আশা করছি। সবাই গান এবং ভিডিও টা অনেক পছন্দ করবে।
জনতার আলো/রবিবার, ১৩ মে ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.