জনতার আলো, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্রে স্থানীয় আ,লীগ নেতা কে প্রবেশে বাধা দেয়ায় ঐ প্রতিষ্ঠানের সৎ ও দায়িত্বশীল নন এমপিও শিক্ষকদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। অভিযোগে জানা যায়, কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ এইচ.এস.সি পরিক্ষার ২ নং কেন্দ্র। গত কয়েক বছর যাবৎ এ কেন্দ্রে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর এখানে ৫০৬ জন পরিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন।
শিক্ষা মন্ত্রনালয় এর নীতিমালা অনুযায়ী পরিক্ষা কেন্দ্রে সর্ব সাধারণের প্রবেশ নিষেধ থাকা সত্তেও কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। এই কেন্দ্রে ক্ষমতাশীন নেতারা রাজনৈতিক পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করছে বলে অভিযোগে উঠে এসেছে।
অভিযোগে বলা হয়, গত ২রা এপ্রিল এইচ.এস.সি পরিক্ষার প্রথম দিনে কোটচাঁদপুরের এক রাজনৈতিক নেতা নিজের এক পরীক্ষার্থীকে পরিচয় করিয়ে দিতে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হলেও জোর পূর্বক তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
পরে কর্তব্যরত কক্ষ পরিদর্শকের সাথে তার নিজের পরিক্ষার্থীকে পরিচয় করিয়ে অসৎ পথ অবলম্বনে সহযোগিতা করার জন্য বলেন। কিন্তুু কর্তব্যরত কক্ষ পরিদর্শক এই প্রস্তাব প্রত্যাক্ষাণ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।
যেন নন এমপিও শিক্ষকরা দায়িত্ব পালন করতে না পারেন। কারণ, নন এমপিও শিক্ষকরা সৎ ও নিষ্ঠার সাথে সঠিক ভাবে দায়িত্ব পালন করে থাকেন বলে জানা যায়।
অভিযোগে আরোও বলা হয়, বিগত বছর গুলোতে এইচ.এস.সি পরিক্ষায় কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ক্ষমতাশীন ছাত্রলীগের নেতা কর্মীরা কক্ষ পরিদর্শককে ভয়-ভীতি দেখিয়ে আসন পরিবর্তন করে পরিক্ষা দিয়ে এসেছে এবং এই কেন্দ্রে আসন ও বিশেষ সুবিধা পাওয়ার জন্য অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েদের কে কোটচাঁদপুর সরকারী কলেজে ভর্তি করেন।
নন এমপিও শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যহতির বিষয়ে কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের পরিক্ষা কমিটির আহ্বায়ক নিমাই কুমার দে বলেন, প্রথম পরিক্ষায় নন এমপিও শিক্ষকরা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করলেও পরবর্তিতে উপজেলা নিবার্হী অফিসার নিষেধ করেন।
কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্র সচিব তপন কুমার পরিক্ষা কেন্দ্রে রাজনৈতিক নেতাদের প্রবেশের কথা অস্বীকার করে বলেন, নন এমপিও শিক্ষকদের ব্যাপারে বোর্ডের নিয়ম আছে বলে শুনেছি।
তবে তিনি বলেন, যদি সঠিক নীতিমালা থাকে তাহলে আমাদের পার্শ্ববর্তী উপজেলা গুলোতে নন এমপিও শিক্ষকরা পরিক্ষা কেন্দ্রে কিভাবে দায়িত্ব পালন করে। আমি এবছর পরিক্ষার নীতিমালাতে নন এমপিও শিক্ষদের দায়িত্বের ব্যাপারে কোন রকম বাধা নিষেধের কথা পায়নি।
এই বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, নীতিমালা থাকার কারনে নন এমপিও শিক্ষকরা কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকতে পারবেন না।
রাজনৈতিক নেতাদের পরিক্ষা কেন্দ্রে প্রবেশের ব্যাপারে তিনি বলেন, এ বছর পরিক্ষা শুরুর আগে প্রতিটা কেন্দ্রে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। কারো প্রবেশের কোন সুযোগ নেয়।
জনতার আলো/শনিবার, ০৭ এপ্রিল ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.