জনতার আলো, এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: আজ জনপ্রিয় মিউজিক স্টেশন সঙ্গীতা মিউজিক এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো মিউজিক্যাল ফিল্ম “জীবন বাজী” গানটিতে কন্ঠ দিয়েছে মেহেদী হাসান।গানটির কথা,সুর ও কম্পোজিশন করেছেন রাব্বী খান।
রঙধনু মিডিয়া সেন্টার এর প্রযোজনায় ত্রিভুজ প্রেমের মিউজিক্যাল ফিল্মটি নির্মান করেছেন তরুন নির্মাতা এম.আর.জে শান্ত।গানটিতে মডেল হিসাবে দেখা যাবে নবাগত রিক আনাম,মডেল-অভিনেত্রী মায়ামনি ও অনিক মানবকে।
মিউজিক্যাল ফিল্ম সম্পর্কে পরিচালক জানান, অসম্ভব সুন্দর একটি গান “জীবন বাজী।গানের কথা মাথায় রেখে মিউজিক্যাল ফিল্মের গল্প তৈরী করি এবং মডেল কাষ্ট করি। তারা ও তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। গানটি নিয়ে আমি দারুন আশাবাদী। আশাকরি দর্শক এবার ভিন্নকিছু দেখতে পাবে। এবং এই ঈদে দর্শকদের একটু বাড়তি বিনোদন দিব।
জনতার আলো/বুধবার, ০৬ জুন ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.