জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক : ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে পবিত্র রমজান মাস শুরু ১৭ মে (বৃহস্পতিবার)। ফলে বুধবার (১৬ মে) রাতে হবে প্রথম তারাবিহ নামাজ। অন্যদিকে, সৌদিতে মক্কা ও মদিনায় বুধবার প্রথম তারাবীহ শুরু হবে।
সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্য, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি পবিত্র রোজা রাখা শুরু করবেন। ইউরোপের বসবাসরত মুসলিমগণ বিগত কয়েক বছর ধরে ১৭ থেকে ১৯ ঘন্টা লম্বা সময় পর্যন্ত রোজা পালন করছেন। এবারও প্রায় ওই সমপরিমাণ সময় রোজা রাখতে হবে।
ইতালিতে ইতোমধ্যে গরম পড়া শুরু করেছে। এর ফলে প্রথম রমজানে গরম পড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রমজানে ইতালিতে স্কুল খোলা থাকায় মুসলিম অভিভাবকদের বাড়তি কষ্ট মেনে নিতে হবে। রমজান মাসের চাঁদ দেখার উপর রোজা রাখা শুরু হয় বলে ইংরেজি সাল গণনায় এটা প্রতি বছর ১০-১২ দিন এগিয়ে আসে। গ্রীষ্মকালে ইতালিসহ ইউরোপের অনেক দেশে দিনের আলো থাকে ১৯ ঘণ্টারও বেশি। তাই সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকতে মুসলিমদের প্রায় ১৯ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছর যাবত ইতালিতে মুসলিমদের লম্বা রোজা রাখতে হয়।
জনতার আলো/বুধবার, ১৬ মে ২০১৮/শাহানা
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – janataralo@gmail.com
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.