জনতার আলো, দিদারুল আলম (জিসান), জেলা ব্যুরো চীফ, কক্সবাজার: উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া পিতা–মাতা হারা দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন উখিয়া–টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। রবিবার সকালে কলেজের ২০১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর উদ্বোধনী অনুষ্ঠানে অনাথ ছাত্রী উখিয়ার বালুখালী এলাকার ইয়াছমিন আক্তার ও পালংখালী এলাকার সাবিনা ইয়াছমিনের লেখাপড়ার দায়িত্ব নেন।এমপি বদি দুই ছাত্রীর এইচএসসি পর্যন্ত পড়ালেখা পরে আরো সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বদি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরন, অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ নানা উদ্যোগ হাতে নিয়েছে। সেই সাথে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। তিনি অাগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুন শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের অাহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, কলেজের অধ্যক্ষ ফজলুল করিম সহ কলেজের শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
পরে এমপি বদি উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাসের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, কলেজের শিক্ষক মুজিবুল আলম, অধ্যাপক হেলাল উদ্দিন প্রমূখ।
জনতার আলো/রবিবার, ০১ জুলাই ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.