published here জনতার আলো, নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে সংগীত জগতের নক্ষত্র, উদীয়মান কন্ঠ শিল্পী শাকিল আহমেদ এর কন্ঠে “প্রাণপাখি” শিরোনামে দর্শক মাতাতে বাজারে আসছে ভিন্ন ধারার একটি চমৎকার গান।
গীতিকার ফকির হযরত শাহ’র অসাধারণ কথামালা ও মায়াবী সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন সিরাজগঞ্জের সন্তান শাকিল আহমেদ।গানটির সংগীতায়োজন করেছেন শামীম আশিক।
এর আগেও দর্শক মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশের বিভিন্ন মিউজিক কোম্পানির ব্যানারে প্রকাশ হওয়া শাকিল আহমেদ এর ‘মন পবনের নাও’ ‘ঠিকানা’, ‘পাগল’ ‘তোকে ছারা’, চতুর পাখির মত বেশকিছু গান।
এ গুলোর পর বাজারে আসছে ‘প্রাণপাখি’ গানটি। দর্শকদের মন ছুঁয়ে দিতে ‘প্রাণপাখি’ গানটি খুব শীঘ্রই বাজারে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে আগের গান আর এবারের গানের বিষয়ে শাকিল বলেন, আগের গানগুলোর চেয়ে “প্রাণপাখি” পুরোটাই ভিন্ন ধাচের।আশাকরি গানটা সকল ধরনের শ্রোতার মনে স্থান করে নেবে।তবে এই ঈদে প্রাণপাখি ছাড়াও আরো কয়েকটি গান রিলিজ হবে বলেও জানিয়েছেন তিনি।
শাকিল আহমেদ এর সহধর্মিণী ও বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) সিরাজগঞ্জ এর উপ স্পিকার বিজলি খাতুন টুম্পা বলেন, শাকিলের কাজে নতুন কিছুর আশায় আছি আমরা, এবারের গানে দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে পারবে বলে আমি আশাবাদি।
পবিত্র ঈদ উল -ফিতর উপলক্ষে বাজারে আসা শাকিল আহমেদের “প্রাণপাখি ” গানটি দর্শকমহলে নতুন আলোড়ন সৃষ্টি করবে এমনটিই মনে করেন সকলে।
bleeding জনতার আলো/ শুক্রবার, ১৭ মে ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *