জনতার আলো, মোঃ রিপন হাওলাদার { ক্রাইম চীফ }: ঢাকার আদাবরের সুনিবিড় হাউজিং এর আওয়ামীলীগ কর্মি শাহ আলম ড্রাইভারের বিরুদ্ধে এবার চাঁদাবাজীর অভিযোগ।
গত ২১/০৭/১৮ শাহ আলম, আয়ুব হাওলাদার ও তাহের সহ ৫-৬ জন ঢাকার দারুসসালাম থানার 9নং ওয়ার্ডের আহমেদ নগর সাংবাদিক নুর হোসাইন এর বাড়ির সংষ্কার করতে দেখে বাড়িতে অনু প্রবেশ করে তার স্ত্রী পারভীন বেগম এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।এবং চাঁদা না দিলে তাকে সহ তার পরিবার বর্গের লোকজনদেরকে মারধর করিবে এবং বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করেন।
এব্যপারে দারুসসালাম থানায় পারভীন বেগম ২২-০৭-১৮ ইং একটি জিডি করেন যার নং ১৪১৬।এর পরও শাহ আলমের নেত্রিত্বে আয়ুব ও তাহের উক্ত চাঁদা দাবিসহ বিভিন্ন ভাবে পারভীনের পরিবার বর্গের লোকজনকে হুমকি দিয়ে আসতে থাকায় গত ২৬-০৭-১৮ইং পারভীন বেগম বাদি হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মেজিষ্ট্রেট এর আদালত নং-২ এ শাহ আলম, আয়ুব হাওলাদার ও তাহের এর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ দাখিল করেন।
এর পর পারভীন বেগম গত ২৮-০৭-১৮ইং র্যাব-৪ এ একটি অভিযোগ করেন যার নং ৭৪৬। জানা যায় শাহ আলম ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চর টিটিয়া গ্রামের আবদুল কোদেরের ছেলে, আর আয়ুব হাওলাদারের এর স্থায়ী ঠিকানা ও বোরহান উদ্দিনে তবে আয়ুব ঢাকার শ্যামলীতে বসবাস করেন এবং দারুসসালাম আহমেদ নগরে ২য় তলা একটি বাড়ি, ১তলা আরেকটি বাড়ি সহ আরো ২টি প্লট তার রয়েছে।
এছাড়াও ঢাকার বছিলা সহ একাধিক জায়গায় বাড়িসহ জমি রয়েছে বলে জানা যায় তবে তার আয়ের উৎস কি তা জানা যায়নি এবং শাহ আলমের ও সুনিবিড় ১টি, ঢাকা উদ্দান ব্লক সি ২নং রোডে ১টি ও দারুসসালাম আহমেদ নগরে ২টি বাড়ি রয়েছে যার আয়ের উৎস ড্রাইভার।
এজন্য এলাকাবাসী এই ২জনের বিরুদ্ধে দুদকের তদন্তও দাবি জানান।আর মোঃ তাহের আদাবর কম্পোর্ট হাউজিং এর ট্রেজারার বলে জানা যায় এবং সে আদাবরই বসবাস করেন তবে দারুসসালাম আহমেদ নগরে তার প্লট রয়েছে বলে যানা যায়।
আহমেদ নগর এলাকাবাসী বলেন- চাঁদা না পেয়ে শাহ আলম ও তার সহযোগিরা সাংবাদিক নুর হোসেনের বাড়ির কাজের জন্য আনিত, ইট বালু সিমেন্ট রাস্তার ফেলে দেয় এবং বিভিন্ন লোকজন দিয়ে তাদের ভয়ভীতি দেখায়।তবে শাহ আলম এর বিরুদ্ধে এর আগে ছিনতাই সহ একাধিক মামলাও হয়েছে বলে এলাকাবাসী জানান।এবং এই ৩ জনের উপযুক্ত শাস্তির দাবি জানান আহমেদ নগর এলাকাবাসী।
এব্যপারে দারুসসালাম থানার ওসি মোঃ সেলিমুজ্জামান বলেন-এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আলো/রবিবার, ২৯ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.