জনতার আলো, সালে আহমেদ, ঢাকা : সরকার এবং সংশ্লিষ্টদের নানা ঘোষণা এবং পদক্ষেপ গ্রহণের পরও আমাদের দেশের পুলিশ যে ‘জনগণের বন্ধু’ হয়ে উঠতে পারেনি তা সাম্প্রতিক সময়ে পুলিশি নির্যাতনের চিত্র থেকেই প্রতিফলিত। বিভিন্ন সময় ঘুষ-দুর্নীতি-ধর্ষণের মতো নানা ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত পুলিশ বাহিনীর নেতিবাচক এই প্রবণতা বর্তমানে এতটাই বেড়েছে যে, তা এই বাহিনীর অতীতে সব ধরনের রেকর্ড ছাড়িয়ে গেছে বললেও অত্যুক্তি হয় না।
দেশের সমসাময়িক রাজনৈতিক উত্তেজনার মাঝে বেশ কঠোর অবস্থানে পুলিশ। এমন পরিস্থিতিতে পুলিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, বঙ্গভবনের সামনের রাস্তায় কয়েকজন পুলিশ সদস্য ‘অমানবিকভাবে এক শিশুকে মারধর করে, টেনে হিঁচড়ে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।
৭ ই ফেব্রিয়ারি (বুধবার) ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হয়।ভিডিওটিতে দেখা যায়, বঙ্গভবনের সামনের ওই সড়কে এক শিশু শিক্ষার্থীকে ‘নির্দয়ভাবে পিটিয়ে রাস্তায় ফেলে দেন তিন জন পুলিশ সদস্য। মেয়েটি রাস্তা পার হবার চেষ্টা করছিলো আর পুলিশ সদস্যরা তাকে গালিগালাজ করে ফেরানোর চেষ্টা করছিলো।হঠাৎ ভিডিও ধারণকারীর দিকে নজর পড়ার পর মেয়েটিকে রেখে তার ওপর চড়াও হন পুলিশ সদস্যরা। পুলিশের এক সদস্য এসে ভিডিওধারণকারীকে বলেন, ‘আপনার সমস্যা কি? ভিডিও করছেন কেনো?’জবাবে লোকটি বলেন, ‘সমস্যার আবার কি? আপনারা মারছেন আর আমি ভিডিও করছি।এরপর তার কাছ থেকে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা।
তবে এটা অনস্বীকার্য যে, পুলিশ বাহিনী জনগণের জানমালের রক্ষাকর্তা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বপ্রাপ্ত। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বাহিনী যে তাদের অবস্থানে নেই সে বিষয়টিই প্রতীয়মান হয়।একের পর এক পুলিশি নির্যাতনের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে অপারগতার কারণেই যে পুলিশি নির্যাতনের ঘটনা বাড়ছে_ তা মনে করারও যৌক্তিকতা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, আইনের শাসন বাধাগ্রস্ত হলে দেখা দেয় এমন অবক্ষয়। আইনের শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার। মানুষ বিপদে পড়লে প্রথমে পুলিশের আশ্রয় নিতে চায়। কিন্তু কিছু সদস্যের কর্মকান্ডে- পুলিশ বাহিনীকে বিতর্কিত করে ফেলেছে। দুঃখজনক হলেও সত্য, কিছু দুর্নীতিবাজ সদস্যের কারণে পুলিশকে প্রকৃত অর্থে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলা যাচ্ছে না।এমন পুলিশি ভীতিকর অবস্থার ভেতর দিয়ে একটি দেশ কিছুতেই চলতে পারে না।পুলিশ বাহিনীর স্বল্পসংখ্যক সদস্যও যদি অসৎ ও দুর্নীতিপরায়ণ হয়, তাহলে নাগরিকদের দুর্ভোগ বাড়ে।
দেখুন ভিডিও………..
জনতার আলো/বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.