জনতার আলো, বিনোদন ডেস্ক: শেষ হল চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। শনিবার ফ্রান্সের সময় রাত সাড়ে ৮টায় জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে এবারের ‘কান’ উৎসবের ৭১তম আসরের।
ইউরোপের দেশ ফ্রান্সের সাগরঘেঁষা শহর কানের পালে দো ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে তারকাবহুল এই আয়োজন। সমাপনী অনুষ্ঠানে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবারের আসরে সেরা হয়েছেন যারা
‘গ্রাঁ প্রি’: মার্কিন নির্মাতা স্পাইক লি। ‘ব্ল্যাকক্লানসম্যান’ ছবির জন্য।
জুরি প্রাইজ: নাদিন লাবাকি। ‘কেপারনাউম’ ছবির জন্য।
সেরা পরিচালক: পাভেল পাভলিকভিস্ক। ‘কোল্ড ওয়ার’ ছবির জন্য।
সেরা অভিনেতা: মার্চেলো ফন্তে। ‘ডগম্যান’ ছবির জন্য।
সেরা অভিনেত্রী: সামাল ইয়েসলিয়ামোভা। ‘আইকা’ ছবির জন্য।
সেরা চিত্রনাট্যকার: যৌথভাবে অ্যালিস রোরওয়াচার এবং জাফর পানাহি ও সাইভার। যথাক্রমে ‘হ্যাপি অ্যাজ লাৎজারো’ ও ‘থ্রি ফেসেস’ ছবি দুটির জন্য।
এদিকে, ২০১৮ সালের কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পাম দ’র (স্বর্ণপাম) পুরস্কারটি জিতে নেয় জাপানী ছবি ‘শপলিফটার্স’। মিলনায়তনভর্তি মানুষের সামনে উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরিবোর্ডের প্রধান হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
কানের ৭১তম আসরে দেয়া হয় একটি বিশেষ ‘স্বর্ণপাম’ পুরস্কারও। ‘দ্য ইমেজ বুক’ ছবির জন্য যেটি ঘরে তোলেন কিংবদন্তি ফরাসি নির্মাতা জ্যঁ লুক গদার। যদিও ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ বর্জন করায় এবারের আয়োজনে তিনি উপস্থিত ছিলেন না। লুক গদারের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার এক মূখপাত্র।
জনতার আলো/রবিবার, ২০ মে ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.