জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: নাগরবাসীর অসচেতনতা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে বিভিন্ন রোগের ঝুকি বৃদ্ধি পাচ্ছে। ময়লা আবর্জনাযুক্ত পরিবেশ জীবানুবাহী নানা মশার অভয়ারণ্যও বটে। প্রতি বছর শত শত মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গু , চর্মরোগ, পরিপাকতন্ত্রের রোগ সহ ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হয় শুধুমাত্র নোংরা পরিবেশে বসবাস করার জন্য। অনেকেই এসব রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এই সমস্ত রোগের কারনে স্বাস্থ্যগত ক্ষতিরমুখে পড়ছে সাধারন জনগন এবং অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মখিন হচ্ছে রাষ্ট্র।
এমতাবস্থায় পরিবেশ আন্দোলন ম এবং সোসাল লিংক ফর হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে আজ ৭ এপ্রিল ২০১৮, শনিবার, সকাল ১১:০০ টায়, রাজধানীর চারপাশ ”এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দেহ-মনে সুস্থ্য থাকি” স্লোগানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ নুরে আলম এর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন মে র সভাপতি আমির হাসান মাসুদ, সোস্যাল লিংক ফর হিউম্যান রাইটস এর সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মঞ্জু, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আবদুর রশিদ সরকার, সিকদার আইডিয়াল স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ, ফিউচার মাইন্ড স্কুলের পরিচালক তরিকুল ইসলাম, লাইফ এন্ড কেয়ার হাসপাতালের মাজাহারুল ইসলাম, নারী নেত্রী লায়লা ফেরদৌসী, এ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, মানবাধীকার কর্মী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, সুস্থ্য দেহ এবং মনের প্রফুল্লতার জন্য পরিস্কার পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ন বিষয়। ঘর-বাড়ি, রাস্তাঘাট, নালা-নর্দমা, স্কুল, কলেজ, বাজার, ঘাট, অফিস-আদালত এবং এর আশ-পাশের এলাকাসমূহ পরিস্কার পরিচ্ছন্ন রাখা জরুরি।
এসব কাজ করতে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ সরকারের বিভিন্ন সংস্থা যেমনি কাজ করে তেমনি আপামর জনসাধারণেরও এব্যাপারে এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে জনগণই এর প্রধান ভূক্তভোগী। জনগনের সচেতনতাই পারে নিকটস্থ এলাকাটি ময়লা-আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে।
আমরা নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজেদের এলাকার আশপাশসমূহ পরিস্কার করে রাখি তাহলে একদিকে যেমন জায়গাটি উজ্জ্বলতা ও প্রাণ ফিরে পাবে তেমনি নানান অসুখ বিসুখ থেকেও আমরা আমাদের পরিবার/সমাজকে মুক্ত রাখতে পারব। কর্মসূচীতে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধীক ছাত্র অংশগ্রহন করেন।
জনতার আলো/শনিবার, ০৭ এপ্রিল ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.