জনতার আলো, দিদারুল আলম (জিসান), জেলা ব্যুরো চীফ, কক্সবাজার: কক্সবাজাার রামুর দক্ষিন মিঠছড়ি চেইন্দাস্থ বনতলায় দিনে-দুপুরে একটি বিশাল অজগর সাপ কেটে টুকরো টুকরো করেছে স্থানীয় জনতা। সাধারণত দেখা যায় যেকোন জীব চেষ্টা করে তার রিযিক তালাশ করার জন্য।
এর প্রেক্ষাপটে একটি অজগর বন্যপ্রাণী তার রিযিক হিসেবে আহার করতে গেলে কিছু এলাকার মূর্খ লোকেরা দেখে ফেলে। এর পর সাপটিকে নিয়ে এসে পশুর মত জবাই করে অজগরের পেট থেকে মৃত প্রাণীকে নিয়ে আসে।
কক্সবাজারের এক পরিবেশবাদী জানান, আল্লাহ সৃষ্টি ১৮ হাজার মাখলুকাতের মধ্যে মানব, দানব, জীন-পরী যেমন রয়েছে তেমনি রয়েছে জীববৈচিত্র ও বন্য প্রাণী। প্রত্যেক প্রাণী সকালে বেরিয়ে পড়ে তার রিযিক তালাশ করার জন্য।
যদিও প্রাণীদের রিযিকের কোন নিদির্ষ্ট স্থান নেই। কোন জায়গা থেকে তারা রিযিকর আহার করবে বা কোন জায়গায় রিযিক রয়েছে। কিন্তু সন্ধ্যার আগেই পেট ভরে আহার করে প্রতিটি প্রাণী নিজ বাসস্থালে ফিরে আসে। একটি অজগর তার আহার হিসাবে একটি প্রাণীকে শিকার করে আহার করল তাতে কোন সমস্যা হতে পারেনা। কেননা এটি প্রকৃতির নিয়ম।
আর সেই অরাজকতা করে পশুর চেয়েও খারাপ আচরণ করল কক্সবাজার রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা বনতালার কিছু অসাধু ব্যক্তিরা। অন্য দিকে এলাকার সচেতন মহল জানান, সাপটি আহার করার পর তার পেটের ওজনে সে নড়াচড়া করতে পারেনি।
সেই অবস্থায় তাকে পশুর মত জবাই করে হত্যা না করে সরকারি কোন চিড়িয়াখানা বা আইনের কাছে সৌপর্দ করা উচিত ছিল। যারা সাপটিকে তার পেট চিড়ে আহার কেড়ে নিয়েছে তথা সাপটিকে হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছেন এলাকার কিছু প্রকৃতি প্রেমিক লোকজন।
অন্য দিকে একটি পশু হত্যা করা মহাপাপ এবং বেআইনী। তারা সে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই নিশ্বংস হত্যাকন্ডটি করতে পারল।
প্রাকৃতিক জীব বৈচিত্র প্রাণী অজগরটির বিচার না হলে ঐ প্রাকৃতিক ধ্বংশকারী কিছু মানুষরূপী জানুয়ারেরা আরও এরকম প্রাকৃতিক রূপের জীব বৈচিত্র প্রাণীকে হত্যা করবে বলে মনে করেন একাদিক মহল।
পহেলা জুলাই ২০১৮ইং রবিবার বেলা ১২টার একটি অজগর সাপ বনতলাস্থ পাহাড়ি এলাকায় ধরা হয়। পরে বিশাল অজগরটি খন্ড খন্ড করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় জনৈক ব্যক্তি। এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি অজগর সাপটি প্রায় ২৭ ফুটের চেয়েও বেশি লম্বা বলে জানান।
জনতার আলো/শুক্রবার, ০৬ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.