জনতার আলো, দিদারুল আলম (জিসান), জেলা ব্যুরো চীফ, কক্সবাজার: কক্সবাজার এর রামু উপজেলার জোয়ারিয়ানা্লা ইউনিয়নের, চা বাগান এলাকার, স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা রমিজ খুনিদের গ্রেফতার এর দাবীতে ০৮ জুলাই ১৮ রামুর প্রধান সড়ক চৌমুহনী চত্তরে একটি বিশাল মানব বন্দন করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন, রামু উপজেলা চেয়ারম্যান , রিয়াজুল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলম চৌদুরী রামু উপজেলা আওয়ামীলীগের।
সভানেএী ও সাবেক মহিল ভাইচ চেয়ারম্যান , নুসরাত জাহাম মুন্নী, রামু উপজো স্বেচ্ছা সেবক লীগের সাধারান সম্পাদক, বাবু তপন মল্লিক, জেলা সৈনিক লীগ সভাপতি তৈয়বুল্লাহ মাতাব্বর জেলা মৎসজীবীলীগের সিনিয়র সহ সভাপতি আনচারুল হক ভুটূ্, রামু উপজেল যুবলীগের, সাধারান সম্পাদক।
সাংবাদিক নীতিশ।বড়ুয়া, তাতী লীগ সভাপতি নুরুল আলম জিকু। যুবলীগ নেতা আরকান, এতে উপস্হিত ছিলেন, মুক্তি যোদ্ধা ফরিদ আহমদ মাস্টার সৈনিক লীগ নেতা বাবু কাওয়াকোপ ইউপি স্বেচ্ছা সেবক লীগের সাধারান সম্পাদক।
মন্জুর আলম, সোহল, বক্তারা বলেন, রমিজ একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে ভাল মানুষ ছিলেন, তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, তার এলাকা থেকে মানব বন্দনে শত শত পুরুষ মহিল যুব সমাজ ছাএ সমাজ, বৃষ্টির মদ্যে অংশ নেন, তার সকলে রমিজ হত্যা কারীদের বিচার দাবী করেছেন, অন্যদিকে, রামু থানা ওসি তদন্ত এস এম মিজানুর রহমান জানান।
রমিজ খুনের পর থেকে, আমরা কক্সবাজারের ভিবিন্ন এলাকায় অভিযান চালিয়েছি বর্তমানে পুলিশি অভিযান অব্যহত রয়েছে যতদিন খুনিরা ধরা না পড়বে রাত দিন অভিযান চলবে, তবে রমিজ খুনিদের ধরতে পুলিশ রমিজ।
পরিবার ও এলাকাবাসির সহযোগিতা কামনা করছে, প্রসগ্ত, গত ০১ জুলাই রামুর চা বাগান উত্তর মিটাছড়ি আসকর খীল কালুর দোকান এলাকায় একটি গ্রাম্য সালিশ বৈঠকে সন্ধ্যা ০৭/ ৩০ মিনিটের সময়, স্হানিয় চিন্হিত খুনিরা প্রকাশ্যে জন সম্মুখে হত্যা করে রমিজ আহমদ কে।
জনতার আলো/সোমবার, ০৯ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.