জনতার আলো, দিদারুল আলম (জিসান), জেলা ব্যুরো চীফ, কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারে ২২ জুন, ২০১৮ইং তারিখে উদ্ধোধন হল ইন্টারন্যাশনাল এমিজসমেন্ট পার্ক এন্ড রিসোর্ট।
জানা যায় গত কয়েক বছর আগে এমিজসমেন্ট পার্কটির মালিক নাজিম উদ্দিন চেয়ারম্যান মারা যাওয়ায় পার্কটি বন্ধ ছিল। দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে পার্কটির অবস্থা খুব খারাপ হয়ে যায়।
নতুন ভাবে পার্কটির দায়িত্ব দিয়েছেন মরহুম নাজিম উদ্দিন চেয়ারম্যানের জামাতা ইমরান। ইমরান জানান, ইন্টারন্যাশনাল এমিজসমেন্ট পার্কটি আমি কক্সবাজারের একটি আধুনিক, মডেল, আলোচিত, দর্শনার্থীদের চোখের মনি হিসেবে তৈরী করব এবং তার সাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ও আলহাজ্ব সায়মুম সরওয়ার কমলসহ কক্সবাজারে জেলা বাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শের হোছাইন তানিম, রামু ্উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সফল ইউপি চেয়ারম্যান ইউনুছ ভূট্টো, এসএ টিভির সাংবাদিক সুমন, সাংবাদিক মিজান, সাংবাদিক সাইফুল, রামু উপজেলার ছাত্রলীগের প্রভাবশালী নেতা ফরিদুল আলম রণি, এটিমএম নিউজ অনলাইন টেলিভিশনের কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার দিদারুল আলম জিসান সহ কক্সবাজার, লিংকরোড, চেইন্দা, দক্ষিণ মিঠাছড়িসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকেরা উপস্থিত ছিলেন।
এ সময় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন স্থানীয় এক আলেম। এ সময় স্থানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ উক্ত পার্কটি বন্ধ থাকাতে পার্কটির জরাঝিন্ন অবস্থা হয়ে গিয়েছিল। আমাদের ছেলে মেয়েদের জন্য বিনোদনের স্পট হিসেবে ছিল কক্সবাজার, হিমছড়ি,ইনানী। আর উক্ত স্থানে আনন্দ দায়ক কোন কিছুই নাই।
আমাদের বাড়ির পাশে একটি সুন্দর পার্ক হবে ভাবতেও পারি নাই। তবে মিঠাছড়ি চেইন্দা বাসির নির্মম পরিহাস ইন্টারন্যাশনাল পার্কটির মালিক নাজিম উদ্দিন চেয়ারম্যানের মৃত্যু হলে হাল ধরার জন্য কেউ ছিলনা বলে উক্ত পার্কটি জরাঝিন্ন অবস্থায় থেকে একসময় পার্কটি বন্ধ হয়ে যায়।
তবে এখন আমাদের এলাকার ভাগ্যের নক্ষত্র মনে হয় একটু খুলেছে। আমাদের এলাকার ছেলে মেয়েরা একটু বিনোদন ও আনন্দ উপভোগ করতে পারবে।
এলাকাবাসীরা আরও জানান উক্ত পার্কটি যেন সুষ্টু ভাবে পরিচালনা করে কক্সবাজার ও পর্যটন নগরীর একটি আনন্দদায়ক পার্ক হিসেবে গড়ে উঠছে পারে।
জনতার আলো/শুক্রবার, ২২ জুন ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.