জনতার আলো, বিনোদন ডেস্ক: এ দেশের সংগীতাঙ্গনে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। স্বনামধন্য অভিনেতা আলমগীর ও গীতিকবি খোশনূরের কন্যা তিনি। আজ সোমবার, ৭ জানুয়ারি তার জন্মদিন।
শিল্পী নিজের জন্মদিনটা পালন করলেন রাত ১২টায় ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই। পরিবারের সদস্য আর সন্তানদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।
এদিকে রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই ভক্ত ও শুভাকঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি আলমগীর। তার ফেসবুকেও বইছে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা।
মিষ্টি হাসির কিন্নরী কণ্ঠের গায়িকা আঁখি আলমগীর মিডিয়ায় পা রাখেন অবশ্য অভিনেত্রী হয়ে। ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেন তিনি শিশুশিল্পী হিসেবে। প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার!
এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। তিনি থিতু হয়েছেন সংগীতে। শখের বশে চলচ্চিত্রে গান করতে গিয়ে সেখানে জনপ্রিয়তা পান এবং গানকেই পেশা হিসেবে গ্রহণ করেন।
১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। তারপর থেকে অবিরাম চলছে গানের ভুবনে পদচারণা।
জনতার আলো/সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.