জনতার আলো, শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার অর্থনৈতিক, সামাজিক , যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হিসেবে আত্রাই নদীর উপর ৪৯২ মিটার দৈর্ঘ্য জিয়া সেতু ২০০৫ সালে নির্মিত হলেও দীর্ঘ ১৩ বছর যাবত সেতুটি সংস্কারের উদ্দ্যোগ গ্রহণ করা হয়নি।
ব্রীজটির উপরিভাগ খালখন্দকে জর্জরিত রয়েছে। বর্ষাকালে ব্রীজটির অনেক জায়গায় পানি জমে থাকতে দেখা যায়। জিয়া সেতু নির্মাণেরর পর অত্র এলাকায় যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সাধিত হয়েছে তা বলা বাহুল্য। খানসামার প্বার্শবর্তী উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জে বিভিন্ন কৃষিপণ্য ধান,চাল, আলু, পটল, পেঁয়াজ, রসুন, কলা, তরমুজ, মরিচ, শশা, ভুট্টাসহ যাবতীয় মালামাল ট্রাকে করে জিয়া সেতুর উপর দিয়ে সৈয়দপুর, নীলফামারী, রংপুর, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায়।
বীরগঞ্জ ইট ভাটার ইট, আত্রাই নদীর বালু নিয়ে দৈনন্দিন এই ব্রীজটির উপর দিয়ে হাজার হাজার বাস, ট্রাক, মালবাহী টলি, কার, মাইক্রোবাস, রিক্সা, ভ্যান, বাইসাইকেল চলে। অথচ এই গুরুত্বপূর্ন্য ব্রীজটি সংস্কারের কথা কেউ ভাবেননা। অত্র এলাকার উন্নত যোগাযোগ ও মানুষের জীবনযাত্রার ছোঁয়ায় যথাসময়ে কৃষিপণ্য বাজারজাতকরণ করে সঠিক মূল্য এই ব্রীজটির কারনেই কৃষকরা পেয়ে থাকেন। দেশীয় প্রযুক্তি ও প্রকৌশলীদের মাধ্যমে এলজিইডি ব্রীজটি নির্মাণ করলেও সংস্কারের কোন উদ্দ্যোগ নিচ্ছেন না।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী প্রকৌশলী সুবীর কুমার জানায়, সেতুটি বর্তমানে এলজিইডির আওতাধীন না থাকায় আমরা কিছুই করতে পারছি না।
এলাকাবাসী সেতুটি দ্রুত সংস্কার করার জোর দাবী জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
জনতার আলো/রবিবার, ২৭ মে ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.