জনতার আলো, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গেছেন তার চার স্বজন। শুক্রবার বিকাল তিনটা বিশ মিনিটে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যান। পরে সাড়ে তিনটার দিকে তারা কারাগারে প্রবেশ করেন বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার এবং বোন সেলিমা ইসলাম।
ওই স্বজনদের সঙ্গে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের ছেলে মীর হেলাল জানান, ওই চার জন খালেদার পরিবারের সদস্য। তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছেন। পরে তাদের অনুমতি দেয়া হয়।
এর আগে বেলা ১১টার দিকে খালেদা জিয়ার জন্য ফল নিয়ে দেখা করতে এসেছিলেন নারী কর্মী-সমর্থকরা। একটি ফলের ডালায় সাজিয়ে খালেদার পছন্দের ফল পেঁপে, আম, আপেল, কমলা, বেদানা, আঙুর, কলা, নাসপাতি নিয়ে আসেন দুই নারী সমর্থক। কিন্তু নিয়ম না মেনে আসায় তাদের ফিরিয়ে দেওয়া হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরই খালেদাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
জনতার আলো/শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.