জেলা প্রশাসক সায়লা ফারজানা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গজারিয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার স্বপ্ন পূরণ হলো গতকাল। মেঘনায় মুন্সীগঞ্জ-গজারিয়া নৌরুট দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে পূর্বাঞ্চলের জেলাগুলোর সেতুবন্ধও তৈরি করবে।
গজারিয়াবাসীর অনুভূতি :বৃদ্ধ হয়ে গেলেও জীবিত থাকতেই ফেরি দিয়ে মেঘনায় গাড়ি পারাপার হওয়ার দৃশ্য দেখে যেতে পারব- তা এতদিন ছিল স্বপ্ন, যা এখন বাস্তব করে দিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গজারিয়ার দুর্গম এলাকা গুয়াগাছিয়া গ্রামের ৬৫ বছরের আবুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি এ কথা বলেন। ফেরি সার্ভিস চালু হওয়ায় তার মতো গজারিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
জনতার আলো/সোমবার, ০৪ জুন ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.