জনতার আলো, রইচ উদ্দিন টুটুল : অদ্য ৩ নভেম্বর ২০১৮ শনিবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত গণতান্ত্রিক বাম ঐক্য এর উদ্যোগে ‘তফসিল ঘোষণার পূর্বে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে’ এক অবস্থন কর্মসূচি পালিত হয়।
সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড এম.এ সামাদ।
বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সম্পাদক কমরেড হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড ফরহাদ চৌধুরী এবং বাংলাদেশের শ্রমিক পার্টির সভাপতি কমরেড ফেরদৌস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, কমরেড মাসুদুল আলম জয়, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আবু মাসুম, কমরেড সোয়াইবুর রহমান।
বক্তারা বলেন, অতীতে কোন দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সে অভিজ্ঞতার আলোকেই জনগণ মনে করে বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি পাতানো নির্বাচন করার পায়তারা করছে।
বক্তারা সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, পাতানো নির্বাচনের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্য প্রতিরোধ গড়ে তুলবে এবং সরকারের পরিণতি হবে ভয়াবহ।
সভাপতির বক্তব্যে কমরেড এম.এ সামাদ সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে গুম, খুন, গ্রেফতার, দমন-পীড়ন, সন্ত্রাস, লুটতরাজ বন্ধ করুন এবং সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন ও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দলনিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিন।
জনতার আলো/শনিবার, ০৩ নভেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.