গভীর রাতে ‘জিনের’ ফোন, রাজমিস্ত্রি খোয়ালেন সাড়ে ৩ লাখ টাকা


জনতার আলো প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন /
গভীর রাতে ‘জিনের’ ফোন, রাজমিস্ত্রি খোয়ালেন সাড়ে ৩ লাখ টাকা

জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক : গভীর রাতে আচমকাই অজানা নম্বর থেকে ফোন। এরপর অপর পাশ থেকে জিন পরিচয় দিয়ে কথা বলা শুরু করেন এক ব্যক্তি। এক রাজমিস্ত্রিকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান তিনি । ধর্মের কথা বলে ধাপে ধাপে ওই রাজমিস্ত্রির অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ২ লাখ ৭৬ হাজার রুপি ( বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা)। পরে বিষয়টি প্রতারণা বুঝতে পেরে ওই ব্যক্তি হাজির হন থানায়। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের  বাঁকুড়ার শ্যামনগর গ্রামে।

স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ দিকে গভীর রাতে একটি অজানা নম্বর থেকে ফোন আসে ভুক্তভোগী আমিনুদ্দিনের কাছে। ফোন ধরতেই অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ‘জিন’ বলে পরিচয় দেন। ওই ব্যক্তি জানান, দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিশেষ জায়গায় গুপ্ত ধন রাখা আছে। আল্লাহর নির্দেশে তিন হাজার ৩৬৫ জন জিন সেই সম্পত্তি পাহারা দিচ্ছে। সম্প্রতি দুষ্কৃতীরা ওই এলাকাটিকে অপবিত্র করে দিচ্ছে। তাই আল্লাহর নির্দেশ দ্রুত সেই সম্পদ সরিয়ে তা তুলে দিতে হবে কোনও ধর্মপ্রাণ মানুষের হাতে। সেক্ষেত্রে ধর্মপ্রাণ মানুষ হিসাবে আল্লাহ বেছে নিয়েছেন আমিনুদ্দিনকেই।

এমনটি শুনে হকচকিয়ে ওঠেন আমিনুদ্দিন।  এরপর থেকে প্রায়ই মাঝরাতে ফোন আসতে শুরু করে আমিনুদ্দিনের কাছে। শেষ পর্যন্ত আমিনুদ্দিন সেই কথা বিশ্বাস করেন। ‘জিন’ নির্দিষ্ট একটি দিনে সেই সম্পদ আমিনুদ্দিনের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা জানায়। তবে শেষ মুহুর্তে সে বলে, আমিনুদ্দিনের বাড়িতে কিছু সমস্যার কারণে সম্পদ পৌঁছনো যাচ্ছে না। এ সমস্যা কাটাতে বিভিন্ন ধর্মীয় আচার পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ধাপে ধাপে আমিনুদ্দিনকে অনলাইনে অর্থ দেওয়ার কথা বলে ওই ব্যক্তি। দেখানো হয় ধর্মের ভয়ও।

আমিনুদ্দিনের দাবি, প্রথমে জিনের প্রলোভনে পা দিয়ে এবং পরে ভয়ে ধারদেনা করে ধাপে ধাপে মোট ২ লাখ ৭৬ হাজার ৫০০ রুপি পাঠায় আমিনুদ্দিন। একটা সময় পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। বাঁকুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আমিনুদ্দিন।

জনতার আলো/রোববার, ১৯ নভেম্বর ২০২৩/দানেজ