জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার ভোর সোয়া চারটার দিকে পলাশবাড়ির ব্র্যাক অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে প্রাণ হারায় ৮ জন এবং হাসপাতালে মারা যান আট জন।ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৪২২) বাঁশকাটা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।
জনতার আলো/শনিবার, ২৩ জুন ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.