জনতার আলো, নয়ন দাস, স্টপ রিপোর্টার: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার (২৫-মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, বীর মুক্তিযোদ্ধা আঃ রব সরদার, সমাজসেবা অফিসার মো. নাজমুল হোসেন, এলজিইডি অফিসার দশরত বিশ্বাস, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খাইরুল ইসলাম, সরকারী- বেসরকারী কর্মকর্তা কর্মচারী স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রী৷
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারঃ) দেওয়ান মো. শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, যুবলীগের সাধারন সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী, ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালির ইতিহাসে এই দিবাগত রাত চিহ্নিত হয়ে আছে বর্বর গণহত্যার স্মারক ‘কালরাত’ হিসেবে। ১৯৭১ সালের এই রাতে নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল পৈশাচিক হত্যার উলস্নাসে। পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছিল বাংলাদেশে। এই গণহত্যা আজও বিশ্ববিবেকের কাছে মানবতার লঙ্ঘন ও বর্বরতার এক ঘৃণ্যতম দৃষ্টান্ত হয়ে আছে। ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামের এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল ঢাকা ও দেশের বিভিন্ন শহরে। যার ধারাবাহিকতা চলতে থাকে মুক্তিযুদ্ধের টানা ৯ মাস ধরে। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার সেই নৃশংস ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। ১৯৭১ সালের সেই কালরাতের আগে পশ্চিম পাকিস্তানের নেতারা তড়িঘড়ি করে ঢাকা ত্যাগ করছিলেন। খবরটি দিনভর নানা জল্পনার জন্ম দেয়। রাত ৮টায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ছাড়লে গুজবের সঙ্গে যুক্ত হয় আশঙ্কা। শহর থমথমে হয়ে পড়ে।
জনতার আলো/ শনিবার, ২৬ মার্চ ২০২২/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.