জনতার আলো, নয়ন দাস, রিপোর্টার : শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের মোটরসাইকেল,বাইসাইকেল সহ জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ হাসপাতালের কার্যক্রম মনিটরিংয়ের জন্য ২০ টি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান জানান,সেবা নিতে আসা রোগীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণের জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া হাসপাতালের বিভিন্ন স্টাফ তাদের কর্তব্য পালনে যাতে অবহেলা না করে সেদিকে খেয়াল রাখার জন্য হাসপাতালটিকে নিরাপত্তার চাদরে নিয়ে আসা হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে,গত এক সপ্তাহে হাসপাতালের চিত্র বদলে গেছে।
এর আগে হাসপাতালের স্টাফরা নিয়মিত অফিসে না থাকার যে অভিযোগ ছিল, এক সপ্তাহ ধরে সকলের উপস্থিতি রয়েছে শতভাগ। এছাড়াও হাসপাতালে প্রয়োজন মতো ওষুধ সবররাহ, জরুরী বিভাগে সার্বক্ষনিক সেবা, ভর্তি থাকা রোগীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান রোগী ও তাদের স্বজনরা। তবে হাসপাতালে পরিষ্কার-পরিছন্নতার বিয়ষটিতে নজরদারি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান জানান, স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপির উদ্যোগে তার প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে ২০ টি সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, প্রতি সপ্তাহে হাসপাতাল কমপক্ষে দুবার পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই হাসপাতালটি পরিষ্কার রাখতে সক্ষম হবো আমরা।
জনতার আলো/ মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.