জনতার আলো, স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই আসনে কাগজের কোনো ব্যালট ব্যবহার হবে না।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান। তিনি জানান, এই আসনগুলো সিটি করপোরেশন এলাকায়। আসনগুলো এখনও বাছাই হয়নি। দৈবচয়ন ভিত্তিতে ২৮ নভেম্বর চূড়ান্ত হবে এগুলো।
এবার জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রতিক্রিয়া আছে। আওয়ামী লীগ চায় ভোট গ্রহণ হোক ইভিএম ব্যবহার করে। তবে আপত্তি আছে বিএনপি এবং তার শরিকদের। এর মধ্যেই নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা জানিয়ে আসছিল। আর বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট দিয়েছে মামলার হুমকি। তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, মামলা করলেও তারা এই যন্ত্রের ব্যবহার করবেন।
এতদিন দৈবচয়ন ভিত্তিতে বিভিন্ন আসনে কিছু কেন্দ্রে যন্ত্রটি ব্যবহারের কথা বলা হচ্ছিল। তবে এবার কমিশন একই আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল।
কমিশন না জানালেও এই আসনগুলো ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ময়মনসিংহ জেলার মধ্যেই হতে হবে। কারণ এই ১১টি শহরেই আছে ১২টি সিটি করপোরেশন।
ইসি সচিব জানানন, আজ ৪০ তম কমিশন সভা হয়েছে। সেখানে ইভিএম ব্যবহারের ব্যপারে সিদ্ধান্ত হয়েছে।
জনতার আলো/শনিবার, ২৪ নভেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.