জনতার আলো, আবু সাঈদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফলে সাংবাদিক এমরান আলী রানা সভাপতি, মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক ও এনামুল হক বাদশা দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে এই নির্বাচন শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। ১১সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত সভাপতি এমরান আলী রানা জানান, শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে তিনি এমরান আলী রানা -(মোহনা টিভি/মাসিক মানবাধিকার খবরের নাটোর প্রতিনিধি) সভাপতি ও প্রভাষক মিজানুর রহমান (ভোরের দর্পণ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ফলাফলে অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি লতিফ মাহমুদ (দৈনিক চাঁদনী বাজার), এসএম রাজু আহমেদ,(দৈনিক ইত্তেফাক) যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব (দৈনিক যায়যায়দিন), অর্থ সম্পাদক সৌরভ সোহরাব (আনন্দ টিভি), দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা (প্রতিদিনের সংবাদ/সরেজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর), তথ্যও গবেষনা সম্পাদক রেজাউল করিম রেজা (দৈনিক জনতা),কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আলীরাজ (দৈনিক ইনকিলাব) ও আবদুল্লাহ আল মামুন (দৈনিক সানসাইন)।
নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত দৈনিক উত্তর বঙ্গবার্তার প্রতিনিধি সোহেল তালুকদার চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন,সিংড়া প্রেসক্লাবের মোট ২৪জন সদস্যদের মধ্য ৪ জন অনুপস্থিত থাকায় ২০জন সদস্যদের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি নির্বাচনে লতিফ মাহমুদ কে ১৬ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন এমরান আলী রানা। অপরদিকে এসএম রাজু আহমেদ ৫ ভোট পেলেও ১৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান অন্যন্যো পদেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দীতা পূর্ন নির্বাচন হয়েছেন।
এমরান আলী রানা সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক, সহ-সভাপতি লতিফ মাহমুদ সহ নির্বাচিত সকলকে জনতার আলো পরিবারের পক্ষ থেকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনতার আলো/সোমবার, ০৫ নভেম্বর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.