Legionowo জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: ‘জনতার আলো’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মিরপুর প্রেসক্লাবের কার্য-নির্বাহী সদস্য- মোঃ প্রান্ত পারভেজ তালুকদার এর চাচা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ‘আব্দুস সামাদ’ তালুকদার ইন্তেকাল করেছেন। গতকাল (সোমবার ১৯ অক্টোবর) ভোর ৬টার সময় আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক বোন ও তিন ভাই সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের লাশ নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এবং গতকাল বাদ আসর শামসুদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন নিজেদের কবরস্থানে মরদেহ টি দাফন সম্পন্ন হয়েছে।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি, মোঃ গোলাম কাদের ও সাধারণ সম্পাদক, সৈয়দ শফিকুর রহমান পলাশ প্রান্ত পারভেজ তালুকদার এর চাচার অকাল মৃত্যতে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
‘জনতার আলো’ পত্রিকা পরিবারের শোক: ‘জনতার আলো’র সম্পাদক ও প্রকাশক এবং মিরপুর প্রেসক্লাবের কার্য-নির্বাহী সদস্য- মোঃ প্রান্ত পারভেজ তালুকদার এর চাচা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ‘আব্দুস সামাদ’ তালুকদার এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘জনতার আলো’ পত্রিকার প্রধান সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাবু, সহকারী সম্পাদক, রইচ উদ্দিন টুটুল, ব্যবস্থাপনা সম্পাদক, মোঃ আব্দুল হালিম তালুকদার, প্রতিষ্ঠাতা সম্পাদক, আরিফা আক্তার জান্নাতি, বার্তা সম্পাদক, শেখ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম সম্পাদক, মোঃ রমজান আলী। তারা সকলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
http://morganpeterson.co.uk/google-site-verification-content-fpk8ez12pdbewljjo9xhbxlv7lhxa9nplpcode87.php জনতার আলো/ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *