জনতার আলো, মো: হারুন অর রশিদ, জেলা ব্যুরো চীফ, পঞ্চগড়: পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিক এর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জনবল সংকট আর কর্মচারীদের অবহেলায়। মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা সেবা জনগনের দোড়গোরায় পৌছে দিতে সারাবাংলাদেশের ন্যায় পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে চালু করেছেন কমিউনিটি ক্লিনিক। হাসপাতাল সূত্র হতে জানা যায় পঞ্চগড়ে রয়েছে ১০৭টি কমিউনিটি ক্লিনিক।
সরেজমিনে গিয়ে দেখা যায় বেশকিছু কমিউনিটি ক্লিনিকে রোগীরা চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। প্রতিদিন সময়মত ক্লিনিক খুলছে না, কোন কোন ক্লিনিক সপ্তাহে মাত্র একদিন খুলছেন বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা।
অভিযোগ পাওয়ার পর আমরা সাংবাদিকরা ধনীপাড়া মাগুড়া কমিউনিটি ক্লিনিক, ঘটবর কমিউনিটি ক্লিনিক, কুচিয়ামোড় কমিউনিটি ক্লিনিক, শিবচন্ডি কমিউনিটি ক্লিনিক সরেজমিনে দেখা যায় পিক আওয়ারে বন্ধ। যেখানে কমিউনিটি ক্লিনিক সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা। এসময় সুবিধাভোগী আয়শা মাগুড়া থেকে, নাছিমা ঘটবর থেকে, আমির হামজা কুচিয়ামোড় থেকে এবং জিতেন শিবচন্ডি থেকে অভিযোগ করেছেন যে, রোগীরা সেবা নিতে এসে ফিরে যাচ্ছে, সপ্তাহে মাত্র ১ দিন খোলা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটবর কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত সিএইচসিপি শেফালি বেগম ছুটিতে রয়েছে। ধনীপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী তারাত জাহান জানান আমি অতিরিক্ত দায়িত্বে এখানে আছি, এখঅনে সিএইচসিপি নেই এফডাব্লিউএ সময় মত আসে না। যার কারণে আমি চিকিৎসা সেবা ঠিকমতো দিতে পারছি না। এব্যাপারে পঞ্চগড় সিভিল সার্জনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা কমিউনিটি ক্লিনিকের জনবল সংকটে রয়েছি। অতিদ্রুত কর্মচারী নিয়োগ হবে এবং কমিউনিটি ক্লিনিক কর্মচরীদের দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
জনতার আলো/মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.