জনতার আলো, স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে সমাবেশ করে এই প্রচার শুরু করেন তিনি।
চলতি বছরের শেষ দিকে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের তফসিল ঘোষণা না হলেও আওয়ামী লীগ প্রস্তুতি শুরু করেছে আগেভাগেই।
মঙ্গলবার বেলা ১১টায় এই প্রচার উদ্বোধন করতে সিলেট যান প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) এর মাজারসহ তিনটি মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা পৌনে তিনটায় তিনি যান আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে।
জনসভাস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী সিলেটের ১৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। আরও ২০টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণা পাঁচ বছরে পদার্পণ করার সাতে সাথে শুরু করেছি। আর শুরুটাও আজকে আমরা করছি সিলেট থেকে।
জনতার আলো/মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.