জনতার আলো, প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি গুগলের জিমেইল নতুন সাতটি ফিচার চালু করেছে। এসেছে নতুন ডিজাইন। ওয়েব ও মোবাইল ইন্টারফেস দুই প্ল্যাটফর্মে অ্যাড হয়েছে নতুন অনেক ফিচার।
এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর উপর তৈরি স্মার্ট রিপ্লাই ফিচার, ইমেল স্নুজিং ইত্যাদি। এছাড়াও এমন কিছু ফিচার অ্যাড হয়েছে যা শুধুমাত্র প্রাইভেসিকে শক্ত করবে। যেমন কনফিডেনশিয়াল মোড, রিভ্যাম্পড রিস্ক ওয়ার্নিং, নিজলেটার থেকে এক ক্লিকে আনসাবস্ক্রাইব করা ইত্যাদি।
আসুন জেনে নেই জিমেলের নতুন ফিচারগুলি: ১. ইমেল শর্টকাট আগে ইমেলের সঙ্গে শুধুমাত্র আর্কাইভ, ডিলিট ও মার্ক অ্যাস রিড অপশন থাকত। এখন সেখানেই যোগ হয়েছে নতুন স্নুজ বাটন। এছাড়াও অ্যাড হয়েছে কিপ, টাস্কস, ও গুগুল ক্যালেন্ডারে অ্যাড করার শর্টকাট। এই অপশন শুধুমাত্র ইনবক্স ফর জিমেল অ্যাপে পাওয়া যাবে।
২. রিপ্লাইয়ের জন্য নুজ ছাড়াও গুগুল চালু করেছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স পাওয়ার্ড নুজ ফিচার যা আপনাকে কোন ইমেল এর রিপ্লাই করার জন্য মনে করিয়ে দেবে। ইনবক্স মেলে রিপ্লাই ও সেন্ট মেলে ফলোআপের জন্য নুজ করবে জিমেল।
৩. স্মার্ট রিপ্লাই নতুন জিমেলে অবশেষে অ্যাড হল স্মার্ট রিপ্লাই ফিচার। গত বছরে মোবাইলে চালু হয়েছিল এই ফিচার। এই ফিচারে জিমেল নিজে থেকে রিপ্লাই করতে পারে যে কোন ইমেলে। আপনি যদি জিমেল অ্যাপ ব্যাবহার করেন তবে তবে ইতিমধ্যেই ইতিমধ্যেই এই ফিচার সম্পর্কে অবগত।
৪. রিস্ক ওয়ার্নিং ওয়েব ভার্সনের জিমেল এ এবার থেকে রিস্ক ওয়ার্নিং দেবে যদি কোন ক্ষতিকারক ইমেল আসলে। কোন ক্ষতিকারক ইমেল আপনার ইনবক্সে আসলে এবার জিমেইল নিজে থেকেই আপনাকে দেবে যে সেটি একটি ক্ষতিকারক ইমেল। এছাড়াও সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ইমেল টিডিলিত করে দেওয়ার অপশন।
৫. কনফিডেনশিয়াল মোড জিমেইলে নতুন অ্যাড হয়েছে কনফিডেনশিয়াল মোড নতুন ইমেইল কম্পোজ করার সময় সিলেক্ট করা যাবে কনফিডেনশিয়াল মোড।
এই ইমেল যিনি পাবেন তিনি ফরওয়ার্ড করতে পারবেন না এই ইমেল। অথবা কপি, পেস্ট বা ডাউনলোড করা যাবে না এই ইমেল।
৬. নেটিভ মোড এবার জিমেল অন ওয়েব সাপোর্ট করবে অফলাইন মোড। ৯০ দিন পর্যন্ত ওয়াইফাই ছাড়া কাজ করা যাবে জিমেইলে।
৭. মোবাইলে যোগ হয়েছে অনেক নতুন ফিচার হাই প্রায়োরিটি নোটিফিকেশন অ্যাড হয়েছে জিমেইল অ্যাপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এই নোটিফিকেশন ঠিক করে দেবে। এছাড়াও স্প্যাম রিমুভাল ও নিজলেটার আনসাবস্ক্রাইব ফিচার অ্যাড হয়েছে জিমেইল।
জনতার আলো/রবিবার, ০৬ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.