জনতার আলো, সুমন মালাকার, কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে “স্থায়ী পদ্ধতি গ্রহনকারী (লাইগেশন) মায়েদের মধ্যে দুই’শ কম্বল বিতরন করা হয়।
গতকাল এ কম্বল বিতরণ করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ জাহিদ আহমেদ ও সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থায়ী পদ্ধতি গ্রহনকারীদের স্বামী, সাগান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক ও কর্মিরা উপস্থিত ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ জাহিদ আহমেদ বলেন, “ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট এই শ্লোগানে প্রতিপাদ্য করেই আমাদের এগিয়ে যেতে হবে।
জনতার আলো/বুধবার, ২৮ নভেম্বর ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.