জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঐতিহাসিক মোঘল স্থাপনা আগ্রার তাজমহলের প্রবেশদ্বারের একটি মিনার প্রবল ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে। বুধবার সন্ধ্যায় দমকা হাওয়াসহ ঘন্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগে ঝড়ের আঘাতে তাজমহলের দক্ষিণ দিকের রাজকীয় প্রবেশদ্বারের পাথরের একটি মিনার ভেঙে পড়ে।
টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকের এ ঘটনায় দক্ষিণ গেটের একটি মিনার ভেঙে পড়ে এবং একটি ছোট সাদা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়। ১২ ফুট উচ্চতার মিনারটির সঙ্গে ধাতুর তৈরি কারুকার্য খচিত একটি শীর্ষও ছিল। এটি দরওজা-ই-রওজা নামে পরিচিত তাজমহলের প্রধান প্রবেশদ্বারের একটি অংশ।
ভারতে আগত তাজমহলপ্রেমী পর্যটকরা এই প্রবেশদ্বার দিয়েই এ ঐতিহাসিক স্থাপনার রূপ প্রথম দেখতে পান। সপ্তদশ শতকে মোগল আমলে তৈরি তাজমহলের প্রধান প্রবেশদ্বার দরজা-ই-রওজা একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। মার্বেল পাথরের তৈরি এ স্থাপনায় ও নকশায় প্রথম দিকের মোগল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ পাওয়া যায়।
জনতার আলো/বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.