জনতার আলো, মনরিুজ্জামান মনির, জেলা ব্যুরো চীফ, টাঙ্গাইল : টাংগাইল জলো প্রতনিধিি , মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের বাতেন বাহিনীর প্রধান ও টাঙ্গাইল-৬ ( দেলদুয়ার-নাগরপুর) সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ভোরে জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (ইন্নানিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় তার নিজ গ্রাম নাগরপুর উপজেলার কোণড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তিনি গত কয়েকদিন যাবৎ বুকে ব্যাথা অনুভব করছিলেন। সম্প্রতি শারীরিক এ সমস্যা জনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালেও চিকিৎসা গ্রহণ করেন তিনি বলেও পারিবারিকসূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান, এক নাতনি আর দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এমপি খন্দকার আব্দুল বাতেন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী খন্দকার মমতাজের পরিবার ও দেলদুয়ার উপজেলার মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান।
তার মৃত্যুতে টাঙ্গাইল-৬ আসনের (নাগরপুর দেলদুয়ার) উপজেলাসহ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, খন্দকার আব্দুল বাতেন ২০০৮ সালে স্বতন্ত্র ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে আওয়ামীলীগের মনোনয়ন পান টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইলে বিশাল মুক্তিযোদ্ধার সমন্বয়ে বাতেন বাহিনী গড়ে তুলেন।
জনতার আলো/সোমবার, ২১ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.