জনতার আলো, মোস্তফা কামাল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাছিরন নেছা (৪০) নামে এক নারী ইউপি সদস্যকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে ১৫ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও ছানোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেপ্তার করা হয়।
তিনি একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ। তার স্বামী ছানোয়ার হোসেনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে ।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকালে তার কাছ থেকে হেরোইনসহ মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য বাছিরনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
জনতার আলো/ শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.