জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক : টানা বর্ষণে ফ্রান্সের সেইন ও মার্নে নদীর পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে, তলিয়ে গেছে দেশটির রাজধানী প্যারিস। দেখা দিয়েছে ব্যাপক বন্যা। জানুয়ারি মাসে ১০০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতের ঘটনায় এই বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে, বন্যায় বিখ্যাত ল্যুভর জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর-নিউইয়র্ক টাইমস।
চলতি মাসে অবিরাম বর্ষণে প্যারিসের সেইন ও মার্নে নদীর পানি রেকর্ড উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে, এই দুই নদী তীরবর্তী পর্যটকস্থান ও স্টেশনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
বন্যার পানির কারণে সেইন নদীর আশপাশের রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটছে। নদীর পানি বেড়ে যাওয়ায় নৌকা ব্রিজের নিচ দিয়ে যেতে পারছে না। ইতোমধ্যেই পর্যটকদের সতর্ক থাকতে ও নদীর কাছ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সেইন নদী ঘেঁষা সাতটি মেট্রোস্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
ল্যুভর জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ল্যুভর জাদুঘরের ইসলামিক আর্ট বিভাগের নিচের অংশে বন্যার পানি পৌঁছাতে পারে। ইতোমধ্যে বেজমেন্টে থাকা শিল্পকর্ম সরিয়ে ফেলা শুরু হয়েছে।
জনতার আলো/শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.