জনতার আলো, গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের কয়েকটি পানের বাজারে হঠাৎ যেন আগুন লেগেছে।গত এক সপ্তাহ ধরে এ অবস্থা দেখা দিয়েছে।
গতকাল ১২ ফেব্রুয়ারি রোজ সোমবার ঠাকুরগাও সদর উপজেলার গড়েয়া হাটে ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার খানসামা রোডস্থ পানের আরতে সরজমিনে দেখা যায়, ছোট ছোট পান বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে ( ৬০ টি পান) ।
একটু ভালো পান বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। আর বড় ও ভালো পান বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। খিলি পান দোকানগুলিতে ছোট পান বিক্রি হচ্ছে ৫ – ৬ টাকা দরে। অনেকে আবার পানের দাম বাড়ায় খিলি পান বিক্রি বন্ধ করে দিয়েছেন।
গড়েয়ার পান ব্যবসায়ী,পরিমল,খোকারাম,গোপাল জানান,ঠাকুরগাও, খোচাবাড়ি ,ভূল্লী,গড়েয়া, বীরগঞ্জে আমদানিনির্ভর এলাকা । এ সময় এখানে রাজশাহী, ভেড়ামারা থেকে পান আসে।
এবার ঘন কুয়াশার কারণে পানের বরজে ছাএাকের আক্রমণ বেশি হওয়ায় পান নষ্ট হয়ে গেছে।নতুন পান না আসা পর্যন্ত পানের দাম এ ভাবেই উঠা নামা করবে এ জন্য মোকামেই পানের দাম বেশি।
বাজারে পান ক্রয় করতে আসা ক্রেতাসাধারণ বিপ্লব জনান, হঠাৎ করে পানের দাম কেন বেড়েছে বুঝতে পারলাম না। আড়তদাররা অধিক মুনাফার জন্য বেড়েছে নাকি মোকামে পান সংকট।
তিনি আরও বলেন, বাজারে পর্যাপ্ত পানের সরবরাহ থাকলেও পানের দামে কমতি নেই। বীরগঞ্জে খিলি পান বিক্রেতা সাব্বির জানান, গত এক সপ্তাহ থেকে পানের দাম শয়ে (৬০টি) দ্বিগুণ হয়েছে। এ কারণে খিলি পান ৫ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না।
যা আগে আমরা ৩ – ৪ টাকায় বিক্রি করেছি। তিনি জানান, পানের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় খিলি পান বিক্রি অনেক কমে গেছে ও অনেক খিলি পান দোকান বন্ধ হয় গেছে।
বীরগঞ্জের পানের মোকামের কিতাব আলী জানান, দাম বেশি হওয়াতে পানের দাম বেড়েছে।তবে তিনি পানের দাম বাড়ায় ব্যবসায়ীদের কারসাজির কথা অস্বীকার করেন।
জনতার আলো/সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.