জনতার আলো, মোঃ আবু সালেহ্ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরের কৃষ্ণাপুরে টাকা তোলাকে কেন্দ্র করে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকালের এ ঘটনায় ৫ হিজড়াসহ ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে তাদের মধ্যে হাফিজ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত হাফিজের স্ত্রী নূর আশা বলেন, ‘বিকেলে হিজড়া কাজল ও রাণী আমাদের বাসায় এসে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি রুবির নেতৃত্বে একদল হিজড়া বাড়িতে এসে লাঠিসোটা নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করে।’ তবে হিজড়াদের নেতা রুবি বলেন, ‘হাফিজ উদ্দিন তার নবজাতক নাতির জন্য কয়েকজন হিজড়াকে বাড়িতে ডেকে নিয়ে নাচতে বলেন। নাচা শেষে টাকা চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। সদর হাসপাতালের কতর্বরত চিকিৎসক ডা. শুভেন্দু কুমার দেবনাথ বলেন, আহতদের মধ্যে হাফিজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ৫ জন হিজড়া বলে জানিয়েছেন তিনি। সদর থানার এসআই বিশ্বনাথ রায় জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আলো/সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.