জনতার আলো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : পাকা সড়কের পার্শ্বেই পথচারীদের দূর্ভোগে ফেলতেই অবৈধ ভাবে কর্তৃপক্ষের নির্দেশকে বৃদ্ধাঙ্গূলী দেখিয়ে বে-পরোয়া ভাবে টয়লেট নির্মাণ কাছ চলছেই।
কিছুতেই থামছে না টয়লেট ও সেপটি ট্যাংক নির্মাণ কাজ। জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার হতে তুহিন বাজার যাওয়ার পথে রাস্তার পাশ্বেই টয়লেট অবকাঠামো নির্মাধীন কাজের বিরুদ্ধে অভিযোগ করেও কোন ফল হচ্ছে না বলে দাবী করেছেন অভিযোগকারী স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলাম।
অবৈধ স্থাপনা নির্মাণে জন দূভোর্গের কথা চিন্তা করে জনৈক হামিদুল ইসলাম একটি অভিযোগ পত্র সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করায় বিষয়টি তুলে ধরে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় ডিমলা নাউতারা পাকা রাস্তার ধারে অবৈধভাবে টয়লেট নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশের পরেই তোলপাড় শুরু হয়।
সংবাদ প্রকাশের পরেই নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় তথ্য ও অভিযোগ শাখার সহকারী কমিশনার সানজিদা সুলতানা গত ১৯ এপ্রিল স্মারক নং-০৫. ৪৭. ৭৩০০. ০২১. ০৩. ০০২. ১৮-১৩০ মূলে টয়লেট স্থাপনা নির্মাণকারী মো. মনিরুজ্জামান এর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্ত পূর্বক জন স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পত্র প্রেরণ করেন।
দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরেও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন নি। মনিরুজ্জামান টয়লেট নির্মাণ কাজ বন্ধ না করেই বীরদর্পে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টির আশু হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে অভিযোগকারী হামিদুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা।
জনতার আলো/বুধবার, ০২ মে ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.