জনতার আলো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ডিমলা উপজেলার আকাকুড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকাকী প্রধান শিক্ষক সামছুল হকের বিরুদ্ধে সহকারী শিক্ষক মোঃ এনামুল হক (শারীরিক শিক্ষা) শিক্ষককে জুতা দিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে।
ঘটনার পর শিক্ষার্থীরা সামছুল হকের বিরুদ্ধে ১৪ তারিখ বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে অবস্থান কর্মসূচী পালন করে। উপজেলার নাউতারা ইউনিয়নের আকাকুড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনর্থক শিক্ষককে জুতা দিয়ে বেধড়ক মারপিটের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও এলাকাবাসী ওই শিক্ষককের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিদ্যালয় চত্বরে অবস্থান কর্মসূচী পালন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিদ্যালয় থেকে প্রায় ৮০জন ছাত্র/ছাত্রী নিয়ে পিকনিকের উদ্দেশ্যে ভিন্নজগত থেকে ফেরার সময় মাংস কেনাকে কেন্দ্র করে জোড়জিগা বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় নামার পর টাকার কথা বললে সহকারী শিক্ষক বলেন মাংস কিনেছি স্যার বলার সাথে সাথে সামছুল হক জুতা খুলে বেধড়ক মার শুরু করেন, বলে শিক্ষার্থীরা ও এলাকাবাসী জানায়।
সহকারী শিক্ষক এনামুল হক স্কুলে প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ইতিপূর্বে ওই সহকারি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষককে লাি তের ঘটনা ঘটান। সব মিলিয়ে অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকল সদস্যদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। এরই মধ্যে প্রধান শিক্ষক কামিনী কুমার অফিসের কাজে বাইরে থাকায় আহত সহকারি শিক্ষক এনামুল হক, সহকারি প্রধানের কাছে কিছু অর্থের লোভে বলেন আমাদের মধ্যে যা হয়েছে আমারা মিমাংসা করে নিয়েছি বলে জানান। কিন্তু প্রধান শিক্ষক জানায় এ বিষয়ে এখনও কোন মিমাংসা হয় নাই।
এলাকাবাসীর দাবী ? তাহলে কি মিথ্যা অভিযোগে শিক্ষার্থীদেরকে দিয়ে নাটক সাজানো হলো কেন ? বিদ্যালয়ে তালা লাগানো হলো কেন ?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী কুমার বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা করা হবে বলে সংবাদ কর্মীদেরকে জানান। অপরদিকে ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাইল ফোনে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিক্ষক নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।
জনতার আলো/শনিবার, ১৭ মার্চ ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.