জনতার আলো, মোঃ শাহিনুর রহমান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আজ ১৭ জুলাই ডিমলা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দিবে নতুন মাত্রা। এই প্রতিপাদ্য নিয়ে এবারের বৃক্ষমেলা শুরু করা হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি- বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম।
বক্তব্য রাখেন- মোঃ সহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক, আওয়ামীলীগ, ডিমলা, মোঃ সেকেন্দার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন শেখ প্রশন্ন কুমার অধিকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক মমতাজ উদ্দিন আহম্মেদ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা- রেজাউল হাসান, বিআরডিবি’র কর্মকর্তা- রেজাউর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা সদর ইউ.পি চেয়ারম্যান আবুল কাসেম সরকার, বালাপাড়া ইউ.পি চেয়ারম্যান- জহুরুল ইসলাম ভূইয়া।
সভায় বক্তারা মানব জীবনে ফলদবৃক্ষের প্রয়োজনীয়তা এবং পুষ্টির চাহিদা পূরণে দেশি ফলের গুরুত্বের বিষয় বিষদ ব্যাখা প্রদান করেন ও কৃষি ক্ষেত্রে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্যের কথা বর্ণনা করেন। সভাটি স ালনা করেন- বাবু কনক চন্দ্র রায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,ডিমলা।
মেলায় ব্র্যাক, পল্লীশ্রী , আরডিআর সহ স্থানীয় নার্সারী মিলে প্রায় ১৫টি স্টল অংশগ্রহন করেন।
জনতার আলো/মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.