জনতার আলো, মোঃ শাহিনুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : আজ ২৬ জুন মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েরর অধীনে ডিমলা উপজেলার বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত টেপা খড়িবাড়ী ইউনিয়নের ৪৫ টি পরিবারের মাঝে ০১ বান্ডীল করে ঢেউটিন বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা- জনাব মোঃ আফতাব উদ্দিন সরকার, সাংসদ নীলফামারী-১, বিশেষ অতিথি- বীরমুক্তিযোদ্ধা- তবিবুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডিমলা, উপজেলা নিবার্হী কর্মকর্তার মোছা. নাজমুন নাহার এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- স্বপন কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি-মোঃ আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান- মোছাঃ আয়শা সিদ্দিকা, ডিমলা সদর ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম সরকার, বালাপাড়া ইউ.পি চেয়ারম্যান- জহুরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক- সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ- মফিজ উদ্দিন শেখ ও আওয়ামীলীগ নেতা মইনুল হোসেন, ইউ.পি সদস্য- টেপা খড়িবাড়ী গোলাম রব্বানী। সভায় প্রধান অতিথি সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন জননেত্রী শেখ হাসিনা দেশের দুখী মানুষের খোজ-খবর রাখেন, তিনি সর্বদা আমাদের পাশে থাকবেন বন্যা, খোরা যে কোন দূর্যোগে তিনি গরীব মানুষের যথাযথ সহায়তা করবেন। আপনার জননেত্রীকে আবারও নৌকা মার্কায় ভোট দিবেন।
জনতার আলো/মঙ্গলবার, ২৬ জুন ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.