জনতার আলো, মোঃ আবু সাঈদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: সিংড়া উপজেলার পূর্ব,দক্ষিন অংশ জুড়ে চলনবিল। বাংলাদেশের বৃহত্তর বিল এটি। ৯ টি উপজেলার ছোট বড় বিলের সমন্বয়ে গঠিত চলনবিল। প্রকৃতির অবসরে হাজার হাজার মানুষ এখন ছুটে যান চলনবিলে।
একসময় চলনবিল তাঁর সৌন্দর্য হারিয়ে ফেলেছিলো। কিন্তু চলনবিলের বুক চিরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির প্রচেষ্টায় ১৪ কি: মি: দৈর্ঘ্য সড়ক নির্মিত হয়েছে। যার ৯ কি:মি: সাবমার্সিবুল অর্থাৎ নিচু বা ডুবন্ত সড়ক।
জনতার আলো/শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.