জনতার আলো, এম ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী ডিমলার বাবুরহাট সদরের হাজ্বী পাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের স্ত্রী ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের মাতা মৃত, নাছরিন বেগমের দাফন সম্পন্ন হয়েছে ।
আজ শুক্রবার (২রা ফেব্রুয়ারী) বাদ আছর বিকেলে মৃত’র ছেলে- স্থানীয় সংসদ সদস্য এর সদরের বাসভবনে তার মায়ের নামাজে-জানাযা শেষে ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নামাজে-জানাযায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক,সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী,জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী,সুশিল সমাজ সহ সর্বস্তরের ব্যাপক মানুষ অংশ গ্রহন করেন।
এর আগে একইদিনের সকাল ৯টা ৩০ মিনিটে এমপি’র বাসভবনে তার মাতা বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০২বছর। তিনি ৩ পুত্র ৪ কন্যা নাতী নাতনীসহ অসখ্য গুনগ্রাহী দুনিয়াতে রেখে গেছেন।
এমপি মাতা নাছরিন বেগমের মৃত্যুতে নীলফামারী জেলার বিভিন্ন মহলের ন্যায় ডিমলা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জনতার আলো/শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.