Sainthia http://livelifepursuehappy.com/youtube.com/embed/9nh9GwWDTNA buy Lyrica mexico জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় ইট পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুনা আক্তার। সোমবার সকাল আটটার দিকে যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
buy Lyrica 75 mg জানা যায়, সকালে বাসা থেকে কর্মস্থল মোল্লা গার্মেন্টে যাচ্ছিলেন ২২ বছর বয়সী রুনা আক্তার। এ সময় একটি ভবনে কাজ করার সময় উপর থেকে তার মাথায় একটি ইট পড়ে যায়। এতে রুনা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী শাহীন পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে একটি নির্মাণাধীন ভবনের চার তলা থেকে রুনার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর ঢামেকে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।
নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। যাত্রাবাড়ী কোনাপাড়ার পশ্চিম মোমিনবাগ এলাকায় থাকতেন তারা।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Sainthia http://livelifepursuehappy.com/youtube.com/embed/9nh9GwWDTNA জনতার আলো/ সোমবার, ০৮ জানুয়ারি ২০২১/শোভন
Your email address will not be published. Required fields are marked *