জনতার আলো, মোঃ রিপন হাওলাদার { ক্রাইম চীফ }: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি হতে ভাষান টেক বাজার, পশ্চিম ভাষানটেক,দেওয়ান পাড়া, বিআরপি মোড়, লালসরাই, কচুক্ষেত পুরান বাজার কচুক্ষেত ক্যান্টনমেন্ট এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে।
স্থানীয় বসবাসকারী সাধারণ লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের উন্নয়ন অগ্রগতি সম্ভাবনা সম্বলিত লিপ্লেট বিতরণ করেন। সাধারণ মানুষের কাছে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান জানান। তবে সাধারণ মানুষের প্রত্যাশা আওয়ামী লীগের দূর দিনে সংস্কার পন্থী মাইনাজ টু ফর্মুলার অনুসারী বিগত দিনে জামায়াত বিএনপির জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমর্থকগোষ্ঠীর কোন এজেন্ডা যাতে মনোনয়ন না পায় সে বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দূর দিনের কান্ডারী শত নির্ভীক জনকল্যাণে নিবেদিত ব্যক্তিকেই এই অভিভাবক হিসেবে প্রত্যশা করেন। পরে কচুক্ষেত্রে শাপলা চত্বরে সমাপনী বক্তব্যে তিনি বলেন আমি এই আসন থেকে মনোনয়ন পেলে এলাকার যত নাগরিক সমস্যা রয়েছে তা আমার জানা আছে সেই ছাত্র রাজনীতি থেকে এলাকার মানুষের সাথে আমার চলাফেরা ইনশাআল্লাহ যদি দল মনে করেন উপযোগী প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেতে পারি তা যদি হয় আপনাদের সহযোগীতা নিয়ে সর্বাত্মক নিয়োজিত থাকবো।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান (আকতার)ভাষানটেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী সরদার, সাংগঠনিক সম্পাদকর আলমগীর সরদার, ভাষানটেক থানা জাতীয় শ্রমিক লীগের শেখ মোঃ লিটন,ভাষানটেক থানা (প্রস্তাবিত) যুবলীগ কমিটির আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, থানা মহিলা লীগের সম্পাদিকা নিলুফা ইসলাম, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাহার ও সাগর মিনা সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আলো/বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.