জনতার আলো, নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তারকা জগতে প্রতিনিয়ত নানার রকম গুনাগুণ নিয়ে, নানা প্রতিভা নিয়ে আগমণ ঘটছে কিছু তরুণ তরুণীর।
তার মধ্য একটি নাম কৌশিক , নামটা কি অপরিচিত লাগছে? লাগাটাই খুব বেশি স্বাভাবিক কিন্তু আর নয়, জনপ্রিয় টিভি চ্যানেল বিজয় টিভি ও মাই টিভির পর্দায় মুক্তি পেয়েছে “আমরাও পারি” নাটকটি” নাটকটির গুরত্বপুরর্ণ চরিত্বে অভিনয় করছেন মডেল ও অভিনেতা কৌশিক কুমার গুহ।
এ বিষয়ে পরিচালক নয়ন বলেন , কৌশিকের অভিনয় প্রশংশনীয়। অভিনেতা কৌশিক কুমার গুহ জানান, আমাদের নাটকটি দর্শকরা সাগ্রহে গ্রহণ করেছে। আর আমরা বিজয় টিভি, মাই টিভি ও আমাদের পরিচালক , প্রযোজক স্যারকে কে ধন্যবাদ দেই, এমন একটা নাটকে আমাকে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য।
তার পরবর্তী প্লানের কথা জানতে চাইলে তিনি জানান, পরবর্তী নাটকে তার চরিত্রের নাম রাজু । রুমমেটরা তাকে ডাকে ‘বোকা রাজু ’ বলে। তিনি বলেন, চরিত্রের জন্য শখের চুল কেটে ফেলেছি,উষ্কো রেখেছি চুল। ময়লা পোশাক পরেছি যেনো বোকা গ্রামের ছেলে মনে হয়। সবমিলিয়ে কৌশিকর দাবি, পরবর্তী নাটক “ভালোবাসা ৪২০”এ দর্শক আবার নতুন এক কৌশিককে দেখতে পাবেন।
নাটকটির শ্যুটিং প্রায় শেষ দিকেl কৌশিক আরো বলেন, নাইমুর রহমান হৃদয়ের পরিচালনায় “বোনের স্বপ্ন” নামে একটি শর্ট ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।
অন্যদিকে ডিরেক্টর রেদওয়ান হোসেন বলেন, পরবর্তী নাটক “জীবন কল্প ” এ প্রধান চরিত্রে অভিনয় করবেন কৌশিক আর ওর কো এক্ট্রেস হিসাবে অভিনয় করার কথা রয়েছে রঙ্গন হ্রদ্দো ।
ছোট বেলা থেকেই নিজের চর্চাতে একটু একটু তারকা জগতে নিজেকে মনোনিবেশ করেন তিনি। নিজের চেষ্টায় সাধনায় এমন এক পর্যায়ে তিনি চলে গেছেন যা তার জীবন ধারার পরিবর্তন এনে দিয়েছে। নিজের সেরাটা এবং অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের নাটকগুলো হবে আরো সুন্দর।
জনতার আলো/বুধবার, ৩১ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.